কারক ও বিভক্তি📖📖📖


ব্যাকরণের ক্লাস চলছে। সেদিনের আলোচ্য বিষয় "কারক ও বিভক্তি "! স্যার সুন্দর করে বুঝিয়ে দেবার পরে বল্টুকে দাঁড় করালেন।
স্যারঃ বল্টু....
বল্টুঃ জ্বী,স্যার!
স্যারঃ কোথাও বুঝতে কোনো সমস্যা আছে??
বল্টুঃ জ্বী না, স্যার।
স্যারঃ তাহলে একটা প্রশ্ন করি। সঠিক উত্তর দিতে পারলে বুঝবো যে তুই সব বুঝছিস!
বল্টুঃ ঠিক আছে, স্যার!
স্যারঃ বলতো, "মোকলেস জরিনা বেগমকে ভালবেসে নিজের দেহ ত্যাগ করল"------ এ বাক্যে "ত্যাগ" শব্দটি কোন কারকে কোন বিভক্তি??
.
.
.
.
.
.
(বল্টুর উত্তর জানবার আগে লুঙ্গি ভালো করে গিট দিয়ে নিন,ভাউ! হাসির আধিক্যে উহার স্থানচ্যুতি ঘটিলে কর্তৃপক্ষ দায়ী থাকিবে না! )
.
.
.
.
.
.
বল্টুঃ এটা "পরকীয়া কারকে লুচ্চামি বিভক্তি ", স্যার!😉😉😉

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

BBC for Boltu Bain Cho*

বল্টুরে ডাক্তার ক‍্যারে দৌড়ানি দিতাছে🏃🏃🏃

কেটে নিবে😲😲😲